সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নিয়ামতপুর, পোরশা ও সাপাহার নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। আম এবং ধান চাষে বড় সম্ভাবনাময় সাফল্য নিয়ে এসেছে এই আসনটির জনগণের জন্য।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (বর্তমান এমপি), নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেজাউল হাসান রানা,নওগাঁ-১ আসনের সাবেক এম,পি মরহুম আজিজুর রহমান মিয়ার বড়ো ছেলে জাইদুর রহমান ও পোরশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন।
খাদ্যমন্ত্রীর আসনে একজোট ৩ নেতা
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে টানা তিনবার সংসদ সদস্য হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দীর্ঘদিন ধরে কেউ তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও দলের তিন নেতা তাঁর বিরুদ্ধে জোট বেঁধেছেন। ইতিমধ্যে মনোনয়ন পাওয়ার আশায় তাঁরা তৎপরতা চালাচ্ছেন। মনোনয়ন ফরম জমা দেওয়া ওই তিন নেতা হলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খালেকুজ্জামান তোতা, সাবেক সদস্য রেজাউল ইসলাম ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও পোরশা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মকবুল হোসেন।