ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ছাব্বিশ প্যাকেট অফিসার্স চয়েচ হুইস্কি ও ৮ বোতল ফেয়ারডিল সহ এক নারীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর এক ঘটিকায় উপজেলার পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামের মোঃ জাহিদুল ইসলাম এর বসত বাড়ী সংলগ্ন নিজ মুদির দোকান ঘরে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ (ছাব্বিশ) প্যাকেট অফিসার্স চয়েচ হুইস্কি ও (আট) বোতল ফেয়ারডিল সহ মাদক ব্যবসায়ী মোছাঃ মনিরা বেগমকে আটক করা হয়। আটক কৃত ওই নারী জাটিহার গ্রামের মোঃ জাহিদুল ইসলাম স্ত্রী। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সংলগ্ন মুদির দোকান থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ (ছাব্বিশ) প্যাকেট অফিসার্স চয়েচ হুইস্কি ও (আট) বোতল ফেয়ারডিল সহ ওই নারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে অপরাধ দমন পত্রিকাকে জানান নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।