আসাদুজ্জামান মুকুল নাচোল চাঁপাইনবাবগঞ্জ
নাচোলে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানদারেরা মালামাল রাখার ফলে যানজট সৃষ্টি হচ্ছে এরি ফলে ছোটখাটো এক্সিডেন্ট হতেই থাকে নাচোল বাস স্ট্যান্ডে এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল ১১: টার সময় নাচোল সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।সবুজ হাসান ও নাচোল পৌরসভা কে এ গ্রেট পৌরসভা করার লক্ষ্যে ও নাচোলকে যানজটমুক্ত করার লক্ষ অবিরাম ছুটি চালায় যার কাজ। যার ছোঁয়ায় পাল্টে গেছে পৌরসভার রাস্তাঘাট সে আমাদের মেয়র মহোদয় আব্দুর রশিদ খান (ঝালু )নাচোল থানার এস আই জাহাঙ্গীর সহ একটি অভিযান চালাই । দুইজন ডাব ব্যবসায়ীকে অবৈধভাবে রাস্তার ওপর ডাব বিক্রি করার জন্য ৫০০/ ৫০০ করে জরিমানা করেন নাচোল ইসলামী হোটেল এন্ড রেস্টুরেন্ট ১০ হাজার টাকা জরিপানা আদায় করে এবং প্রত্যেকটি দোকানদারকে ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য বিকেল ৫ টা পর্যন্ত সময় দেয় বৈকাল,৫ টার মধ্যে ফুটপাতের সকল মালামাল সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন নাচোল সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান, সে একজন স্মার্ট অফিসার তাকে দেখলে বোঝা যায় সুন্দরভাবে সকল দোকানদার কে বুঝিয়ে বলেছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।