নাচোলে গরু শত্রু হয়ে দাঁড়িয়েছে লাম্পি স্কিন ডিজিজ (পক্স)
আসাদুজ্জামান মুকুল নাচোল প্রতিনিধি।
নাচোলে ছড়িয়ে পড়েছে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (পক্স)।গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছে শতাধিক গরু ।খামারি ও গরুর মালিকেরা এ রোগের প্রতিরোধক ভ্যাকসিন সংগ্রহ করতে পারছে না এতে বিপাকে পড়ছেন তারা।
তবে খরা ও বর্ষা মৌসুমে এ রোগগুলো বেশি হলেও এবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফলে হাজারো কৃষক ও খামারি বিপাকে পড়েছেন।
প্রাণঘাতী সংক্রামন লাম্পি স্কিনের লক্ষণ প্রথমে জ্বর হয়। তারপর গায়ে গুটি গুটি হয়ে ফুলে যায়। পরে পেকে ফেটে গিয়ে পোজ বের হয়। এবং ঘা হয়। এতে করে কয়েকদিনের মধ্যে গরু মারা যায় । নাচোল চেয়ারম্যান পাড়ার আরাফাত জানাই তাদের প্রত্যেকের একাধিক গরু এবং আশেপাশে অনেক গরু লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কয়েকটি আবার চিকিৎসা দেওয়ার পর ভালো হয়েছে।
এছাড়া আর লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন সংকট রয়েছে। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসারের লোকজন উপজেলার বিভিন্ন এলাকার লোকজনকে মশা মাছির হাত থেকে মুক্তির জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।