আসাদুজ্জামান মুকুল নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে ১৭ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং উপজেলা শিশু একাডেমী আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার এর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ এর সঞ্চালনায় নাচোল উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, নাচোল উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ, সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দরা সকলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, শৈশব জীবন থেকে শুরু করে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, বিস্তারিত জীবন বৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
নাচোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর১০৪ তমা জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
RELATED ARTICLES