মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ প্রতিবন্ধী ছেলের সন্ধান চান বৃদ্ধ পিতা অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল সরকার। বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ছেলের সন্ধানের দাবিতে সরকারের বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল জলিল সরকার জানান, তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার খামার ধুবনী গ্রামে। তার ছেলে আতিকুর রহমান একজন স্নায়ুবিক প্রতিবন্ধী। তিনি সোস্যাল অ্যাডভান্সমেন্ট কাউন্সিল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর কোআপকৃত চেয়ারম্যান, যা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ বাংলাদেশ লি: (কালব) এর সহযোগী সংগঠন। গত ৬ এপ্রিল আতিকুর অফিস যাওয়ার পথে সুন্দরগঞ্জের মজুমদার-নলডাঙ্গা রাস্তার মাঝামাঝি মজুমদার বাজার সংলগ্ন রাস্তা হতে অপহৃত হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণে অপারগতা প্রকাশ করে। পরে বাধ্য হয়ে আব্দুল জলিল বাদি হয়ে ওই সংগঠনের ম্যানেজার শাহাদৎ হোসেনসহ ৬ জনকে আসামি করে আদালতে মামলা (নং ৩৪০/২০২৩) দায়ের করেন। কিন' অপহরণের তিনমাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আতিকুরের সন্ধান মেলেনি। আশংকা করা হচ্ছে তাকে হত্যা করে গুম করা হয়েছে।
নিখোঁজ আতিকুর রহমান দুই সন্তানের জনক। তার নাবালক ছেলে আবু বকর (১) ও আবিদা সুলতানা (২) পিতার পথ চেয়ে প্রতিমুহুর্তে প্রহর গুণছে। তার স্ত্রী দুলালী বেগমও স্বামীর জন্য কাতর হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আদালতে মামলা করার পর থেকে আসামিরা হুমকি দিয়ে যাচ্ছে। আসামিদের হুমকিতে বাদির অসহায় পরিবার বাড়ি ছেড়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে নিখোঁজ আতিকুর রহমানের বড় ভাই আনিছুর রহমান উপসি'ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।