নীলফামারীর ডোমারের চিলাহাটিতে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। নীলফামারীর ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জ গ্রামের কারেঙ্গাতলী নামক এলাকায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরেজমিনে জানা গেছে, উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামের কারেঙ্গা তুলির এলাকার খায়রুল ইসলামের মেয়ে রেনু আক্তার(২৮)এর সাথে সৈয়দপুর বাজারের ধরীয়াশির এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র গোলাম মোস্তফা বুলুর(৩৮) সাথে ১২ বছর পুর্বে রেনুর বিবাহ হয়। তাদের সংসার চলাকালীন সময়ে এক মেয়ে দুই ছেলে জম্ম নেয়। প্রায় এক মাস ধরে গোলাম মোস্তফা শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। গৃহবধুর গলাকাটা লাশ দেখতে পেয়ে বাচ্চাদের চেচামেচিতে এলাকাবাসী টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রেনু আক্তারের গলা কাটাঁ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করে। ১নং ভোগডাবুৃড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু জানান,রেনুর স্বামী নেশাগ্রস্ত। বিয়ের পর থেকে সংসারে অশান্তি বিরাজ করছিল। অশান্তি থেকে বাঁচতে বাবার বাড়িতে অবস্থান নেয় রেনু আক্তার । এমন অবস্থায় স্বামী বুলু মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে আসতো। বর্তমানে বুলু পলাতক রয়েছে। এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন- নবী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজ্জুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে রেনুর স্বামী পলাতক রয়েছে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।