বিশেষ প্রতিনিধি: নীলফামারী ডোমারে দলিল লেখক ইউছুফ আলীর উপর হামলা করে ১ লক্ষ ৭০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়েছে শুকারু মামুদ ও তার অনুসারীরা।শুকারু মামুদ গোমনাতী খালপাড়ার মৃত রহিম উদ্দিনের ছেলে। ঘটনাস্থল অনুসন্ধান করে জানা যায় চিলাহাটি সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ইউছুফ আলী সনদ নং ০৩/২০১০ জোড়াবাড়ী থেকে দলিল লিখে গোমনাতী চৌরঙ্গী বাজারে যায়। সেখানে শুকারু মামুদ দলিল লেখক ইউছুব আলীর নিকট একটি স্বাক্ষরিত দানপত্র দলিল ফিরত চান। দলিল লেখক ইউছুব আলী দাতা ছাড়া সাক্ষরিত দলিল ফিরত দিতে অস্বীকার করেন।এ বিষয় নিয়ে শুকারু মামুদ ও দলিল লেখক ইউছুফ আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে শুকারু মামুদের অনুসারীরা ইউছুফ আলীর উপর অতর্কিত হামলা করে মার ডাং করে ১লক্ষ ৭০ হাজার টাকা ও কাগজপত্র ছিনিয়ে নেয়। এ বিষয়ে দলিল লেখক ইউছুফ আলী বলেন শুকারু মামুদের একটি দানপত্র দলিল আমার কাছে লেখা ছিল।ঐ দলিল ফিরত চায় শুকুর মামুদ। তার প্রস্তাবে রাজি না হওয়ায় শুকারু মামুদ পরিকল্পিত ভাবে আমার উপরে হামলা করেছে। ইউছুফ আলী আরো বলেন দলিলের পে-অর্ডার বাবদ আমার কাছে ১ লক্ষ ৭০ হাজার টাকা ও জমির কাগজ ছিল যা শুকারু মামুদ ও তার ছেলে মিজানুর ছিনিয়ে নিয়েছে। রেজাউল ইসলাম বলেন চৌরঙ্গী বাজারে রাস্তায় দলিল লেখক ইউছুব আলীর সাথে দাড়িয়ে আছি,এমন সময় শুকারু মামুদ এসে দলিল ফিরত চায়। ইউছুফ দাতাকে ছাড়া দলিল ফিরত দিতে না চাইলে শুকারু মামুদ ও তার অনুসারীরা মার ডাং করে তার টাকা ও কাগজপত্রের ব্যাগ ছিনিয়ে নেয়। এ বিষয়ে চিলাহাটি সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক বলেন ইউসুফ আলীর উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা দুঃখজনক অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।। দলিল লেখক ইউছুব আলীর ভাই ইয়াসিন বলেন চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
নীলফামারী ডোমারে দলিল লেখকের উপর হামলা ১ লক্ষ ৭০হাজার টাকা ছিনতাই।
RELATED ARTICLES