হাবিবুর রহমান নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ব্লু স্টার পাবলিক স্কুল নামে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি বেসরকারী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ডোমার সদর ইউনিয়নের বক্করের মোড় ও বোড়াগাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু। স্কুলের অধ্যক্ষ সুজিৎ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্লু স্টার পাবলিক স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার স্বপন মালাকার, পরিচালক আবু হাতেম, আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডের ডোমার পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ ও ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লু স্টার পাবলিক স্কুলের শিক্ষক ওয়াকিল হাসান। ব্লু স্টার পাবলিক স্কুলের পরিচালক আব্দুল মান্নান জানান, মান সম্মত, আধুনিক ও সময় উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য ১একর ৫১শতাংশ জমির উপর ব্লু স্টার পাবলিক স্কুল নির্মাণ করা হয়েছে। পরিমার্জিত শিক্ষা ক্রমের আলোকে পাঠদানের পাশাপাশি গণিত অলিম্পিয়াডে অংশ গ্রহণ, ক্যাডেট উপযোগী পাঠদান, নিয়মিত ইংলিশ স্পিকিং অনুশীলন, স্কুলেই দুপুরের খাবার প্রদান। এছাড়াও ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। ব্লু স্টার পাবলিক স্কুল সম্পূর্ণ আধুনিকায়ন, উন্নত ও সুসজ্জিত শ্রেণিকক্ষ এবং বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আগত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদানের সুবিধা রয়েছে। #মহান বিজয় দিবসে নীলফামারীতে বিএনএমের শ্রদ্ধা জুলফিকার আলী ভুট্টো, নীলফামারী প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে নীলফামারীর ডোমারে বিএনএমের পক্ষে শ্রদ্ধা জানান সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। শনিবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে একটি বিশাল মিছিলসহ হৃদয়ে স্বাধীনতা চত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন। জাফর ইকবাল সিদ্দিকী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার – ডিমলা) আসন থেকে বিএনএম এর নোঙর প্রতিক নিয়ে নির্বাচন করছেন। ইতিপূর্বে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হন। বিজয়ের শ্রদ্ধা জানাতে জাতীয় পার্টির অনেক নেতা নেত্রীকে তার সাথে দেখা গেছে। স্বচ্ছ রাজনীতিক হিসেবে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।