সোর্স - জেলা পুলিশ শরীয়তপুর
অদ্য ২৩/০৬/২০২২ খ্রি বিকাল ০৩:০০ টায় শরীয়তপুর জেলার, পদ্মা দক্ষিণ থানার, পশ্চিম নাওডোবা আবাসন মাঠে, আগামী ২৫ জুন ২০২২ খ্রি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তিক পদ্মা সেতু ও বঙ্গবন্ধু ম্যুরাল এর শুভ উদ্বোধন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি, ঢাকা রেঞ্জ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস.এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) শরীয়তপুর।
জনাব মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ( প্রসাশন ও অর্থ) শরীয়তপুর, জনাব এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুর, জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল, শরীয়তপুরসহ বিভিন্ন ইউনিট থেকে আগত এবং শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।