মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার,
মৌলভীবাজার জেলার জুড়ীতে পরিবেশ আইন অমান্য করে অবাধে টিলা কেটে সাবাড় করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। ঘর বাড়ি নির্মানের অজুহাতে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে।
সরেজমিন উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা গ্রামের,মৃত রুস্তম আলীর ছেলে মাহমুদ আলী ,
আইন প্রশাসন ও পরিবেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে উনার বসত ভিটার লালমাটি কাটতেছে।টিলা কাটার অপরাধে,মাহমুদ আলী পরিবেশ আইন অমান্য করে টিলাকাটার অপরাধে গত ,০৫/১২/২০২৩ ইং তারিখে জরিমানা করা হয় জরিমানা করার পর ও তিনি প্রতিনিয়ত নানান অজুহাত দেখিয়ে
বসতভিটার উঁচু পাহাড়ের মাঝখানের মাটি কেটে সমতল করছে,বাড়ি নির্মাণের জন্য।
স্থানীয়রা অভিযোগ করেছে। টিলার মাটি কেটে নেওয়ার ফলে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় মাটি ভেঙ্গে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাইদুল ইসলাম বলেন, তদন্ত করে টিলাকাটা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।