ঈশ্বরদী (পাবনা) সংবাদাতাঃ
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে কৃষক নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকের ন্যায্য দাবি সার, বীজ, কীটনাশক সহ সকল প্রকার কৃষি সামগ্রীর অব্যাহত মূল্য বৃদ্ধির সাথে জড়িত সিন্টিগেট বাতিলের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমিও কৃষকের সন্তান আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো। কৃষকদের কোনোভাবেই ঠকানো যাবে না তৎকালীন সরকারের আমলে কৃষকদের কোন উন্নয়ন হয় নাই। কৃষকদের জন্য কিছুই করা হয় নাই কৃষকদের ঠকানো যাবে না। আন্দোলনের মধ্য দিয়ে কৃষকদের সকল দাবী দাওয়া আদায় করতে হবে। দাবি আদায়ে আন্দোলনের কোন বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের মহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, ছাত্রদলের মেরিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।