মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা র্যাবের আভযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঈশ্বরদীতে শিক্ষার্থীদের উপর গুলি করে গুরুতর আহত করা মামলার এজাহার নামীয় পলাতক আসামী সাবেক ভূমি মন্ত্রী পুত্র যুবলীগ নেতা শিরহান শরিফ তমাল ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলিভর্তি ০১টি ম্যাগাজিন ও ইয়াবা সহ গ্রেফতার হয়েছে।এ সময় তার ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
গত ০৪ আগস্ট, ২০২৪ খ্রিঃ পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যদির বিস্ফোরন ঘটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় ঘটনাস্থলে মোঃ নজরুল ইসলাম (৪৪), মোঃ রাশেদুল ইসলাম রিপন (৪২) সহ আরো অন্যান্য ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে আহত ভিকটিম মোঃ নজরুল ইসলাম (৪৪) বাদী হয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে।
উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক নেতিবাচক আলোড়ন সৃষ্টি হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্য দিবালোকে ভয়ংকর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। উক্ত ঘটনার পর পরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র্যাবের গোয়েন্দা টিম। উল্লেখিত মামলার প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ আনুমানিক ০২.০০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিতিত্তে 'পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আলোবাগ এলকায় একটি বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহার নামীয় ০২ নং পলাতক আসামী মোঃ শিরহান শরীফ তমাল (৩৫) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ শিরহান শরীফ তমাল (৩৫) এর ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে প্রাইভেট কারের ভিতর থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হত্যা চেষ্টা, মারপিট করে গুরুতর আহত করা ও বিস্ফোরক দ্রব্যাদি দ্বারা বিস্ফোরণ ঘটনোর একাধিক মামলা রয়েছে।
এই ঘটনায় জড়িত অন্যান্য সন্ত্রাসীসহ মদদ দাতাদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান থাকবে।গ্রেফতারকৃত আসামী শিরহান শরীফ তমাল এর বিরুদ্ধে অস্ত্র মামলায় মামলা দায়ের করত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।