Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশপুঠিয়ায় এক গৃহবধু গঁলায় ওরনা পেচিয়ে রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা এই...

পুঠিয়ায় এক গৃহবধু গঁলায় ওরনা পেচিয়ে রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা এই নিয়ে ধোঁয়াশা? নিহতের স্বামী আটক

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর পুঠিয়া উপজেলার বারোই পাড়া গ্রামে মোসাঃ সোমা (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে এক রহস্য কেউ বলছে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন অবার মেয়ের পরিবার অভিযোগ করছে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আত্মহত্যা না হত্যা এ নিয়ে তৈরি হয়েছে এক সমলোচনা। রোববার (১৬ই মার্চ২৫ইং) রাত আনুঃ ০৪:০০ হতে সকাল ০৭:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় ওই ঘটনা ঘটে। স্থানীয় অনুসন্ধান ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে দ্বন্দ্ব চলে আসছিল। স্থানীয়রা, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন মর্মে প্রাথমিক ভাবে ধারনা করচ্ছে। স্বামীর নাম শিপন আলী (২৩)। শিপন বারোই পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘটনার পর সকালে তার স্ত্রী গলায় ওলনা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীরা মেয়ের পরিবারকে ডেকে এনে দেখান। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশটি দেখে সন্দেহ হলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠান। অন্যদিকে স্থানীয়রা আরো বলেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই ঘটনায় নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন আলীকে আটক করেন পুঠিয়া থানা পুলিশ, পরে শিপনকে জেল হাজতে প্রেরণ করা হয়। সরেজমিনে গেলে অভিযুক্ত শিপন আলীর পিতা রুস্তম আলীকে বাসায় পাওয়া যায়নি।
এসব বিষয়ে নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বলেন, আমার জামাইরা মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে আমি তাদের ফাঁসি চাই। আমি ঘটনার সুষ্ট তদন্ত করে সঠিক বিচার চাই।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদেরকে ও আইনের আওতায় আনা হবে।

মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments