মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ):
রাজশাহীর পুঠিয়ায় ধান মাড়াই এর থ্রেসার মেশিনের ধাক্কায় সাথী খাতুন (১৩) নামের এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসার ছাত্রী সাথী উপজেলার সদর ইউনিয়নের মধ্যকান্দ্রা গ্রামের আব্দুস সালামের মেয়ে। মঙ্গলবার দুপুর ১টার দিকে তারাপুর-ভাড়োরা সড়কের কান্দ্রা পাতিল মজিবরের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সাথী তার বাড়ি থেকে ভ্যান যোগে বোনের বাড়ি যাওয়ার সময় তারাপুর-ভাড়োরা সড়কের কান্দ্রা পাতিল মজিবরের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পিছন দিক থেকে একটি ধান মাড়াই এর থ্রেসার মেশিন ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে মেশিনের নিচে পড়ে গুরুতর জখম হয়। এসময় গুরুতর অবস্থায় এলাকাবাসীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার সাথীকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে মরা যায়। এ ব্যপারে জানতে ফোন করা হলে মোবাইলে পুঠিয়া থানার ওসি মোঃ কবির হোসেন, দৈনিক অপরাধ দমন, পত্রিকার সাংবাদিককে জানান থানায় একটি মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ
২৫/০২/২৫ইং (০১৭৪৪৩১৫৩৮৬
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।