মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর পুঠিয়ায় মোঃ আদম আলী (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মোবাইল, টাকা-পায়সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মার্চ ২৫ইং) দুপুর দেড়টার দিকে পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামে সেন্টারের সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপরে। আহত আদম , উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মো. আলমগীরের ছেলে। গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভিকটিম মোঃ আদম আলী ঝলমলিয়া বাজার হতে হেটে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। সেনভাগ গ্রামে সেন্টারের সামনে পৌছালে হেলমেট পরা অজ্ঞাত ৩ (তিন) জন ব্যক্তি পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম ও ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এ সময় ভিকটিমকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে। তার নিকটে থাকা ১৫,০০০/(পনের) হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত আদম চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণ ভিকটিমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।