নীলফামারী প্রতিনিধি:নীলফামারী ডোমারে শ্বশুর-শাশুড়ির হাতে পুত্রবধূ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ডোমার থানা পুলিশ সেই শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে।রোববার (৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার জোড়াবাড়ীর ইউনিয়নের দ্বারকামারী গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের বাসিন্দা মৃত ময়জদ্দিন ছেলে মোস্তফা (৫০) ও তার স্ত্রী মিনি বেগম (৪৫)। ভুক্তভোগী পুত্রবধূর নাম শেফালী বেগম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত আব্দুল লতিফের বিশ্বাস মেয়ে।ভুক্তভোগী শেফালী বেগম মোবাইল ফোনে দৈনিক অপরাধ দমন পত্রিকার প্রতিনিধি কি জানান, ৭ বছর আগে মোস্তফা হোসেনের ছেলে শাহাজাহান আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের বিয়ের কারণে শ্বশুর বাড়িতে তাকে নির্যাতনের মুখোমুখি হতে হয় ।বিয়া পরবর্তী সময়ে বিধবা মা ২লক্ষ টাকার উপহার সামগ্রী প্রদান করেন তবুও নির্যাতন বন্ধ হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি বলেন দীর্ঘদিন ধরে ঐ পুত্রবধূকে নির্যাতন করে ভিডিও প্রকাশের পর ডোমার থানার ওসি সঠিক ব্যবস্থা গ্রহণ করেছেন।ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মহসীন আলী বলেন, স্যোসাল মিডিয়ায় একটি নির্যাতনের ভিডিও দেখে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।