সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সম্মানিত পুলিশ সুপার নওগাঁ জেলার জনাব, মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বার্ষিক পরিদর্শন করেন বদলগাছি থানা৷ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জনাব জয়ব্রত পাল এবং অফিসার ইনচার্জ বদলগাছি থানা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করতে মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলা সমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রল,মাদক অভিযান বৃদ্ধিসহ পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ করেন ও থানার আশপাশ, মেস্, ব্যারাক পরিদর্শন শেষে তিনি বদলগাছি থানার অফিসার ফোর্সদের জন্যে আয়োজিত বিশেষ ইফতার পার্টিতে যোগদান করেন।
ঈদকে কেন্দ্র করে বদলগাছি থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা ও জনগন যাতে নির্বিঘ্ন চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান এবং যাতায়াতের ক্ষেত্রে যেন অযৌক্তিকভাবে বাস ভাড়া বাড়ানো না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি বাস মালিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জ বদলগাছি থানাকে নির্দেশ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বদলগাছি থানার সকল স্তরের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।