মোঃ সুমন মিয়া,,,,,,,,,বিশেষ প্রতিনিধি
প্রবল তাপদাহে পুড়ছে ময়মনসিংহের ভালুকা , কোথাও সস্তি নেই মানুষের। বৈশাখের প্রবল খরতাপে উত্তপ্ত হয়ে উঠেছে শহর ও গ্রামের মেঠোপথ। একটু ছায়ার আশায় গ্রামের মানুষ
বেড়িয়ে পড়ছে গাছ তলায়। বিদ্যুতের আচমকা লুকুচুরি খেলায় গ্রামের মানুষেরা ঘরে সস্তি পাচ্ছেনা। কিছুক্ষণ পরপর লোডশেডিং দিয়েই যাচ্ছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। জবাবদিহিতার বালাই নেই। অস্বস্তিকর অবস্থায় পরেছে সাধারন মানুষ। দুপুর হতে হতে উত্তপ্ত হয়ে উঠে বাতাশ। বাতাশে যেন আগুনের ফুলকার মত শরীরে লাগে। বেশী কষ্টহচ্ছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের তিব্রু গরমের কারনে কাজে বেরুতে পারছেনা তারা। রিক্সা চালানো কষ্টকর ব্যাপার হয়ে দাড়িয়েছে। অতিরিক্ত গরমের কারনে যাত্রীও নেই পথে। এ যেন এক অসহনীয় অবস্থা বিরাজ করছে। গ্রামের নলকুপ গুলো বন্ধ হয়ে যাচ্ছে।পানির অভাবে ফসলের ক্ষতি হওয়া র সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় খাবার পানির সংকট দেখা দেয়ার আসংখা রয়েছে। প্রচন্ড গরমে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে বেশী। জ্বর, সর্দিকাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষজন।