সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
বিএনপিকে বিভক্ত করতে দিবনা-বুলেট
মশাল মিছিল, কাফনের কাপড় পড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, সমাবেশ আর “বয়কট-বয়কট, ফজলে হুদা বয়কট” স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন চলছে একের পর এক কর্মসূচি। থামছেই না গণমানুষের ক্ষোভ প্রকাশ। তারা এই আসনে কর্পোরেট চাকরিজীবী বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের ধানের শীষের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
সবশেষ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে মহাদেবপুর বাসস্ট্যান্ডে বিশাল প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল, শুয়ে পড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করা হয়। এসময় মহাদেবপুর-নওগাঁ, মহাদেবপুর-জয়পুরহাট, মহাদেবপুর-পোরশা ও মহাদেবপুর-মাতাজীহাট মহাসড়কের দুধারে অসংখ্য যানবাহনের জট সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লু প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমরা বিএনপিকে বিভক্ত করতে দিবনা। এখানে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়ে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল উপজেলা বিএনপিকে বাদ দিয়ে দলছুট কর্মীদের নিয়ে প্রচারণা চালানোর চেষ্টা করছেন। এভাবে দলে বিভক্তি আনা কোনক্রমেই বরদাস্ত করা হবেনা। যারা ফ্যাসিস্ট আমলে উপজেলা বিএনপির কোন আন্দোলন, সংগ্রামে ছিলনা তাদেরকে নিয়ে দল ভাঙ্গার ষড়যন্ত্র চলছে। এসব মীরজাফরদের রুখে দেয়া হবে। তিনি বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রাম বিবেচনা করে দলের মনোনয়ন পুনর্বিবেচনা করে তাকে ধানের শীষের চুড়ান্ত মনোনয়ন দেয়ার অনুরোধ জানান।
এই সমাবেশে মহাদেবপুর উপজেলা বিএনপির অপর পক্ষ সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পাভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতাকর্মী ও সমর্থকেরাও একাত্মতা ঘোষণা করে যোগ দেন। মহাদেবপুরের স্বার্থে দুই পক্ষ একসাথে মনোনয়ন পরিবর্তনের আন্দোলনে অংশ নেন। গতকাল সোমবার জনি সমর্থকেরা উপজেলা সদরে বিশাল মশাল মিছিলের আয়োজন করে। সেখান থেকে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।