ফতেপুর সীমান্তে ৫৩ বিজিবি’র সফল অভিযান: ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার
এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায়, ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে এক বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকা থেকে ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই সীমান্তে মাদক, অস্ত্র এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আসছে। এই অভিযানে ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টার সময় খাকসাপাড়া এলাকায় তৎপরতা চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করে। বিজিবি জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষায় সর্বদা সজাগ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করি এবং এই নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সীমান্ত এলাকাগুলোতে আমাদের প্রতিটি টহল দল অত্যন্ত তৎপর। প্রতিটি অভিযান পরিকল্পিত এবং তথ্যভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে, যাতে চোরাচালান বন্ধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা সফল হতে পারি।
আমি বিশ্বাস করি, মাদকদ্রব্য শুধু সীমান্তের জন্যই নয়, পুরো দেশের জন্য একটি বড় হুমকি। এটি আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ, আমরা সীমান্তকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে চাই। আমাদের এই প্রচেষ্টা শুধু দায়িত্ব পালন নয়, এটি আমাদের দেশের ভবিষ্যৎ রক্ষার একটি প্রতিশ্রুতি। আমরা চাই, দেশের মানুষ শান্তিপূর্ণ এবং সুরক্ষিত একটি সমাজে বসবাস করুক। বিজিবি’র প্রতিটি সদস্য এই লক্ষ্য পূরণে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত।
আমরা সীমান্ত এলাকাবাসীর সহযোগিতারও আহ্বান জানাই। কারণ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু বিজিবি’র নয়, এটি পুরো জাতির লড়াই। একসঙ্গে কাজ করলেই আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে পারব।”
বিজিবির এই সফল অভিযান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে একটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বিজিবি’র এমন কার্যক্রমের প্রশংসা করে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি’র অবদানকে সাধুবাদ জানিয়েছেন।
মাদকমুক্ত দেশ গড়তে এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় বিজিবি’র এমন পদক্ষেপ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ থেকে মোবাইল নাম্বার- ০১৭৫৬৯১১৯৪৬/ তাং- ১৩/১/২০২৪
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।