আকবার আলি মোল্লা, জেলা প্রতিনিনিধি, ফরিদপুরঃ ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ছিলাধর চর সদরদী গ্রামের পাষন্ড পুত্র নাঈম ফকির (১৭) হাতে কিবরিয়া ফকির (৪৬) নিহত হয়।
গত ১০ ডিসেম্বর শনিবার বিকেলে পারিবারিক ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে তাহা তুমুল আকারে পরিনত হলে পুত্র নাঈম লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে বাড়ির পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মঈন আহমেদ বলেন আমাদের নিকট কিবরিয়া ফকিরকে নিয়ে আসলে সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে মৃত ঘোষণা করি।
তবে তার শরীরে বিভিন্ন ক্ষত ছিল।
এই হত্যার ব্যপারে ভাংগা থানার অফিসার ইনচার্জ বলেন আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।