
মোহাম্মদ সাইদঃ( স্টাফ রিপোর্টার):ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তারা গাজায় বর্বর হামলা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়েছেন। এছাড়া দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে গাজায় ফিলিস্তিনি নিরীহ জনগণের ওপর ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বানে। এতে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন। শহীদ মিনার এলাকা প্রতিবাদী স্লোগানেত মুখরিত হয়ে ওঠে‘গাজার পাশে দাঁড়াও, ‘ইসরাইলি পণ্য বর্জন করো’, ‘নিরীহ মানুষ হত্যার বিচার চাই’ প্রভৃতি স্লোগান মুখে তুলে ধরেন অংশগ্রহণকারীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সহসভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক শেখ মোঃ শামীম উদ্দিন, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মোঃ সাঈদ, শামসুল ইসলাম সনেট, ইমরুল কায়েশ, মোঃ শাহীন,মোঃ শিপন, মোঃ আরিফ সম্রাট, মোঃ আবুবকর ও মোঃ সোলাইমান। এছাড়াও হাজী কাউসারসহ আরও অনেকে মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইসরাইল যেভাবে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতার চরম লঙ্ঘন। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না তাদের আগ্রাসন থেকে। তারা বিশ্বের বিবেককে জাগ্রত করতে এবং বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে ইসরাইলি পণ্যের আমদানি ও বিক্রি নিষিদ্ধ করার দাবি জানান। কেরানীগঞ্জ প্রেসক্লাবের এই প্রতিবাদ কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীরা জানান, এই প্রতিবাদ কেবল কেরানীগঞ্জে নয়, সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ধরনের আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেন প্রেসক্লাব নেতারা।