মো: সোহরাওয়ার্দী হোসেন
ভাম্যমান প্রতিনিধি সিরাজগঞ্জ
সকল মুসলিম এক হও প্রতিবাদে অংশ নাও এই স্লোগান কে সামনে রেখে
সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাধীন শুক্রবার( ২০ অক্টোবর )বাদ জুমা, সলপ রেলওয়ে ষ্টেশন বাজার বনিক সমিতির উদ্যোগে ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরাইলি ইহুদীদের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মো: আবুল কালাম আজাদ সভাপতি সলপ বাজার বনিক সমিতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: শামীম রেজা, সাধারণ সম্পাদক,সলপ বাজার বনিক সমিতি। মো: আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক সলপ বাজার বনিক সমিতি। মো: ছাইদুল ইসলাম সলপ বাজার বনিক সমিতি।
আরো উপস্থিত ছিলেন ভদ্রকোল মাদ্রাসার শিক্ষক মো: আমিনুল ইসলাম সাহেব।বেত কান্দি মাদ্রাসার শিক্ষক মুফতী মাওলানা মাহমুদুল হাসান সাহেব।
আল আমিন সাহেব। মুফতী শফিকুল ইসলাম সাহেব। সলপ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শেখ সাদী
সাহেব। বেত কান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইন সাহেব।
মুফতী মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব।মো: ইয়াহিয়া সাহেব সহ বিভিন্ন সলপ গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিল টি সলপ রেলওয়ে থেকে শুধু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিত শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।