ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা,গাঁজা বিক্রয়ের নগদ ২ হাজার টাকা, ৪০ বোতল ফেন্সিডিল ও ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি ।
১৪ জুলাই শুক্রবার সকাল ১১ টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানান ওসি ডিবি মুস্তাফিজ হাসান ।
বগুড়া ডিবির একটি টিম ১৩ জুলাই আনুমানিক রাত্রি ১০ টার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শাকপালা বাজারের শাকপালা বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ শরবত হাউজের সামনে ফাকা জায়গায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার আসামীদের কে গ্রেফতার করা হয় । নাগেশ্বরী থানার,পূর্ব গ্রাম এলাকার মৃত আলী হোসেনের ছেলে নূর আলম (২৭), অনন্তপুর,বালাবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইব্রাহিম খলিল (৩৫), ফুলবাড়ী থানার চন্দ্রখানা এলাকার রফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মিয়া (২৩), কে গ্রেফতার করা হয় ।
এছাড়াও অপর একটি টিম একই তারিখে আনুমানিক বিকাল ৫:৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন চক আকাশতারা গ্রামে শফিকুল ইসলাম এর বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ২ হাজার টাকাসহ চক আকাশতারার মৃত ইয়াকুব আলীর ছেলে আসামী শফিকুল ইসলাম (৪২), কে গ্রেফতার করা হয়।
এছাড়াও অভিনব কায়দায় একই তারিখে আরো একটি টিম আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় বগুড়া সদর থানাধীন সেলিম হোটেল থেকে হাড্ডিপট্টি পাকা রাস্তার ভাংরীপট্টি আফজাল এর হার্ডওয়ারের দোকানের সামনে ৪০ বোতল ফেন্সিডিলসহ পলিকুকরুইল (পল্লীপাড়া) গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে সোহাগ ইসলাম (২২), কে গ্রেফতার করা হয়।
জানা যায় যে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ২ টি সোহাগ ইসলাম এর বিরুদ্ধে ১ টি ও শাজাহান আলীর বিরুদ্ধে আরো ১ টি মামলা আছে বলে জানান ডিবির অফিসার ইনচার্জ মুস্তাফিজ হাসান ।
এছাড়াও বগুড়া ডিবির অন্য আরো একটি টিম একই দিনে একই তারিখে আনুমানিক রাত্রি ৮ টার সময় বগুড়া সদর থানার সাতমাথা এলাকার বিআরটিসি বাস ডিপো এর মেইন গেটের অপজিটে এপেক্স শো-রুম এর সামনে পাকা রাস্তার পাশে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ার শাজাহানপুর থানার ডোমনপুকুর,মন্ডলপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে শাহজাহান আলী (৪৫), কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর ও সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানান ডিবির নতুন অফিসার ইনচার্জ মুস্তাফিজ হাসান ।
বগুড়াকে মাদকমুক্ত করতে টিম ডিবির এই ধরনের অভিযান অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।