বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদরে যাত্রীবাহী বাসচাপায় বাদশা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল হল বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া সদরের গোকুল উত্তরপাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বাসচালক ইয়াসিন আলীকে (৪০) আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদরের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাদশা মিয়া মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষুব্ধ জনতার বাস চালককে আটক করে,পরে হাইওয়ে পুলিশ সেখানে গেলে তারা বাস চালককে তাদের হেফাজতে নেয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, নিহত বাদশা মিয়ার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।।