তৌফিক এলাহী
বগুড়া ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ২৪ (আগস্ট)বৃহস্পতিবার রাতে খোট্টাপাড়া ইউনিয়নের জালশুখা বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে বিক্রিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোগাক্রান্ত গরু গোপনে জবাই দিয়ে মাংস বিক্রিকালে গরুর চামড়া সহ মাংস জব্দ করা হয়। ক্রেতা মাংস ফেলে পালিয়ে যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা এবং মাংস, চামড়া বাজেয়াপ্তপূর্বক মাটিতে পুতে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি শানজিদা মোস্তারি। এসময় তাকে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব রাকিবুর রহমান ও শাজাহানপুর থানা পুলিশ।
সহকারী ভূমি কমিশনার শানজিদা মোস্তারি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমাদের আজকের অভিযান।আমরা সবসময় বিভিন্ন অভিযান চালিয়ে থাকি।রোগাক্রান্ত পশুর ও জবেহকৃত পূর্বে মারা যাওয়া পশুর মাংস বিক্রি অপরাধ।আমরা তথ্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।