এম. এ মান্নান পলক বেলকুচি প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বঙ্গবন্ধু মুরালে পুস্প স্তবক অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোক দিবস উপলক্ষে পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা,কর্মচারীবৃন্দ একটি শোক র্যালী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করে,র্যালী শেষে পৌরসভা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র মেয়র ইকবাল রানার সভাপতিত্বে ও সাবেক বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম ফারুক সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, প্রধান বক্তার বক্তব্যে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, এবং দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোলা, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক সরকার, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রমানিক, বড়ধুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ৭ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ শাহীন মিয়া, বেলকুচি সরকারি কলেজের ভিপি আনিসুর রহমান মিঠু বিশ্বাস, বেলকুচি সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব আলী প্রাং, প্রমুখ।
পরে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় ৫ হাজার প্যাকেট খাবার বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।