এসএম রুবেল ক্রাইম রিপোর্টার রাজশাহী ব্যুরো :
আটককৃতরা হলো-জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফাতেমা বেগম ও সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩৫), পৌর এলাকার চাঁদলাই মহল্লার মেরিনা বেগম ও মৃত লাল মিয়ার ছেলে ফয়সাল আহম্মেদ (২৪), কুমিল্লা জেলার বাখরাবাগ চাপাপুর এলাকার নূরজাহান বেগম ও মৃত সেরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার তসলিমা বেগম ও আজিমুদ্দিনের ছেলে শিশু তামিম (১৬)।
এদিকে একই দিন বেলা পৌণে ১১টায় পৌর এলাকার নয়াগোলা গাইনপাড়া মোড়ে আবু বক্করের মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৬ বছর বয়সী শিশু তামিমকে তার দুই পায়ে স্কচটেপ ও লাল টেপ দিয়ে জড়ানো প্লাস্টিকের প্যাকেটে ভরা ৮০ হাজার টাকার ২ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলো-জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফাতেমা বেগম ও সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩৫), পৌর এলাকার চাঁদলাই মহল্লার মেরিনা বেগম ও মৃত লাল মিয়ার ছেলে ফয়সাল আহম্মেদ (২৪), কুমিল্লা জেলার বাখরাবাগ চাপাপুর এলাকার নূরজাহান বেগম ও মৃত সেরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার তসলিমা বেগম ও আজিমুদ্দিনের ছেলে শিশু তামিম (১৬)।
এ বিষয়ে শনিবার (২৭ এপ্রিল) প্রেস ব্রিফিং এ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান,আসামি নজরুল ইসলাম ওরফে ফয়সালের হেফাজতে থাকা একটি কার্টুনের ভেতর থেকে বাঁশ পাতা রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৩টি বালিশাকৃতি প্যাকেটের ভেতর থেকে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে একই দিন বেলা পৌণে ১১টায় পৌর এলাকার নয়াগোলা গাইনপাড়া মোড়ে আবু বক্করের মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৬ বছর বয়সী শিশু তামিমকে তার দুই পায়ে স্কচটেপ ও লাল টেপ দিয়ে জড়ানো প্লাস্টিকের প্যাকেটে ভরা ৮০ হাজার টাকার ২ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সানাউল্লাহর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ ও বিক্রয় করতো বলে স্বীকার করে। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারা এবং একই আইনের ৩৬(১) এর ১৯(খ)/৪১ ধারায় যথাক্রমে ৬৬ ও ৬৭ নং মামলা দায়ের করা হয় বলে জানান ওসি মিন্টু।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।