সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে পেশাজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শুক্রবার(২১মার্চ) বাদ আসর উপজেলার মাতাজি রোড রোকেয়া কমিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা, সফলতা ও দীর্ঘায়ু ও বিদেহী আত্মার কামনায় উপজেলার দশটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলার বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল।উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সাধারণত সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ,টি,এম ফিরোজ দুলু,সদস্য সচিব জেলা কৃষক দল, জনাব,এ,কে,এম নামিনুল হক রানা যুগ্ন আহবায়ক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহমুদুল হাসান সুমন, সাধারণ সম্পাদক সোহেল রানা, হাতুর ইউপির বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো:জহুরুল ইসলাম,উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইথার,প্রচার সম্পাদক উজ্জল হোসেন, এনায়েতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম,রাইগাঁ ইউপির কৃষক দলের সভাপতি সানোয়ার হোসেন,হাতুর ইউপির কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম,খাজুর ইউপির কৃষক দলের সভাপতি ভুট্টু, সফাপুর ইউপির কৃষক দলের সভাপতি হযরত আলী মোঃ শাহজাহান ইসলাম (সাইফ)
সাধারন সম্পাদক ,বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষকদল ,চেরাগপুর ইউনিয়ন শাখা৷মোঃ জামাল উদ্দিন সদর ইউনিয়ন জয়েন সেক্রেটারি, তুহিন,সম্রাট, আহসান হাবীব, রবিন, নাহিদ
প্রমুখ। এছাড়াও উপজেলার কৃষক দলের বিভিন্ন ইউপির নেতাকর্মী ও আহবায়কবৃন্দ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথি বৃন্দ এই ডামি সরকারের সমালোচনা করে বলেন,বিএনপি আন্দোলনে পরাজয় বরণ করেনি।উপরোন্ত বিএনপির বিজয় হয়েছে।কারন দেশের জনগন বিএনপির পক্ষে রয়েছে।দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বক্তব্য শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।