মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সকলের উপস্থিতিতে শহরের অভিজাত কাশমেরী ফুড গার্ডেন রেস্টুরেন্টে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারর্সন ও নির্বাহী প্রধান এডভোকেট এলিনা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি ডাইরেক্টর অনশু আশিক পিয়াল।
“মানুষের অধিকার আদায়ের সংগ্রামের বদ্ধ পরিকর আমরা”এই স্লোগানে সামনে রেখেই মানব সেবায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখা কমিটি গঠন হয়েছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন কল্পে এক মতবিনিময় সভা হয়। এতে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের চেয়ারপারর্সন ও নির্বাহী প্রধান এডভোকেট এলিনা খাঁন। সভার সবার সম্মতিক্রমে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা কমিটিতে আব্দুল্লাহ আল ওমর খান সুমার সভাপতি, সৈকত আহমেদ টোনা সাধারণ সম্পাদক ও রেজাউল করিম ফেরদৌসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এ্যাডভোকেট আশরাফুর রহমান সুমন, ডাঃ মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার মুনছুর খান, দপ্তর সম্পাদক পায়েল হোসেন রিন্টু, কোষাধ্যক্ষ গোলাম মওলা খান তসলিম, প্রচার সম্পাদক নাজমুল ইসলম, প্রবাসী বিষয়ক সম্পাদক শেখ বেলাল, কার্যনির্বাহী সদস্য আমান উল্লাহ্, তৌহিদ–উজ–জামান, ইফতেখার মাহমুদ, শরিফুল ইসলাম, রিফাজ বিশ্বাস লালন, উম্মে হাবিবা শিউলী, ফারহানা শারমিন শশী, আফজাল হোসেন।
এসময় সংগঠনের চেয়ারপারর্সন ও নির্বাহী প্রধান এডভোকেট এলিনা খান বলেন, এই সংগঠন একটি অরানৈতিক ও অলাভজনক সংগঠন। আমরা এসেছি ভলেনটিয়ার হয়ে মানুষের সেবায় কাজ করতে। নির্যাতিত–নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে। সমাজের যেসকল মানুষ নির্যাতনের শিকার হয়ে আইনের আশ্রয় দিতে ভয় পায়, তাদের হয়ে কাজ করতে চায় আমাদের সংগঠন।তিনি আরও বলেন, আপনার যদি ভলেনটিয়ার হয়ে আমার সাথে কাজ করতে চান তবেই এ সংগঠনে যোগদান করুন নতুবা এখন থেকেই সরে দাঁড়ান সুযোগ দিন অন্য আরেক জনকে।
পরিচিতি সভা শেষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি’র নেতৃবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথির সাথে ফটোসেশনে করেন।