আঃ আজিজ চৌধুরী ,টাংগাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে অরণ খোলা ইউনিয়নে ভুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, স্বামী স্ত্রী দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, পিতা মাতার প্রতি অবহেলা, পারিবারিক সহিংসতা মোবাইল আসক্তির কুফল সম্বন্ধে, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় ভুটিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সভার আয়োজন করা হয়। মধুনাথ সাংমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার, ফারজানা আফরোজ জেমি সার্কেল মধুপুর,এ সময় বক্তব্য রাখেন মধুপুর অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থার সভাপতি সার্জেন গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা, ডাঃ আঃ রহিম, অরণ খোলা ইউনিয়ন ৭নং ওয়াডের মেম্বার ফিলিপ কুবি,মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক, আঃ আজিজ চৌধুরী , ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এপ্রিল পল মৃ, ভুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পেয়ারা বেগম,৭নং ওয়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
সভায় অবি বাভগ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন