মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার) : বৃহস্পতিবার (৯ নভেম্বর) গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পলকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে পলের ধানমন্ডির ৫ নাম্বার রোডের ১০ নাম্বার বাসা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবার ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিবারের অভিযোগ সাদা পেশাকে র্যাব তাকে তুলে নিয়ে যায়।
রেজাউল কবির পল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সাবেক সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার এক বিবৃতিতে রিজভী গভীর উদ্বেগ প্রকাশ বলেন, সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।চলমান গণআন্দোলনে অবৈধ শাসকগোষ্ঠী তাদের পতনের আশঙ্কায় এতটাই ভীত হয়ে পড়েছে যে, নিরীহ মানুষসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন ও গ্রেফতারের পাশাপাশি গুমের মতো চরম মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত করে যাচ্ছে। গতরাতে রেজাউল কবির পল-কে সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনা সেই হাড়হিম করা মানবতাবিরোধী অপরাধেরই অংশ।
আজ শুক্রবার (১০নভেম্বর) বেলা আড়াইটায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।