প্রকাশের সময় : ঢাকা, বুধবার ১৮শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ, ০২ আগস্ট , ২০২৩ খ্রিস্টাব্দ,১৪ মুহাররম,১৪৪৫ হিজরি,আপডেট : ০৬:৪০:৩৫ পিএম.
মোহাম্মদ সাইদ : (স্টাফ রিপোর্টার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির ঢাকা মহানগর উওরের আহবায়ক আমান উল্লাহ আমান।
বুধবার বিকেল ৪টায় রায়ের প্রতিবাদে নয়াপল্টন থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিলটি শুরু করে বিএনপি নেতাকর্কমীরা। মিছিলটি নাইটেঙ্গেল-ফকিরাপুল মোড় ঘুরে এসে বিকেল ৪টা ৫০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে আসলে আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ে যান।
পরে দলীয় নেতাকর্মীরা তাকে একটি প্রাইভেটকার যোগে হাসপাতালে নিয়ে যান। পরিবার হতে দেশবাসীর কাছে সুস্ততার জন্য দোয়া প্রার্থনা করেন।