চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আপাতত রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ তৃতীয়বারের মতো পতাকা বৈঠকে এ মত প্রশন জানায় বিএসএফ।
বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা পরবর্তীতে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।
এর আগে, গত রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সীমান্ত এলাকার চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে (যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২) কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ সময় বিজিবির চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এরপর আবারও বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে এবং সেখানে অতিরিক্ত জনবল নিয়োগ করে।
পরে ৫৯ বিজিবির অধিনায়ক এবং রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণকাজ বন্ধ রাখে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আজ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ তাং ৮/১ ২০২৪ ছবি এসএম সরেজমিন।