রাজশাহী ব্যুরো।
বিনা প্রতিদন্দিতায় রাজশাহী সিটি প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হলেন অনতু
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছরের ঐতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন গত মে মাসের ২৫ তারিখ অনুষ্ঠিত হয়। এই কমিটিতে মোট সদস্য হচ্ছেন ১৩জন। এর মধ্যে ১২জন নির্বাচিত হয়েছিলেন। কার্যকরী সদস্য পদে একটি শূন্য পদ ছিলো। সেই পদে নির্বাচন করার লক্ষে অত্র ক্লাবের নির্বাচন কমিশনের পরামর্শ ও অনুমতি সাপেক্ষে এই পদে নির্বাচন ঘোষনা করা হয়। এতে মাই টিভির রাজশাহী প্রতিনিধি ও দৈনিক আমাদের রাজশাহীর বিশেষ প্রতিনিধি শাহরিয়ার অনতু ফরম উত্তোলন করেন। তার কোন প্রতিদন্দি থাকায় নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বর্তমান নির্বাচিত কমিটি তাকে বিনা প্রতিদন্দিতায় বিজয়ী বলে ঘোষনা করেন।