বিবিসি নিউজে ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন চাঁপাইনবাবগঞ্জের এসএম রুবেল
নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বাংলা বাংলাদেশ এজেন্ট টুয়েন্টি ফোর ডটকম সংবাদ বিভাগে ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক এসএম রুবেল। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বাণিজ্যিক শিল্প এলাকায় ২৪-২৫, দিলকুশা সি/এ,ঢাকা-১০০০-এ মতিঝিল বিবিসি বাংলার নিজস্ব কার্যালয়ে তাকে নিয়োগপত্র তুলে দেয়' দেশের সেরা সংবাদমাধ্যম বিবিসি নিউজ বাংলা,ক্রাইম রিপোর্টার এসএম রুবেলের হাতে।
বিবিসি বাংলার নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন, বিবিসি বাংলার সম্পাদক ড.কাজী সোহেল চৌধুরী। সম্প্রতি বিবিসি বাংলায় সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসএম রুবেলকে নিয়োগ দেয়া হয়।
নিয়োগপ্রাপ্তির পর তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বিবিসি বাংলার ক্রাইম রিপোর্টার এসএম রুবেল জানান, ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি নিউজ টুয়েন্টিফোরের মতো একটি গণমাধ্যমে আমাকে নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমার উপর বিবিসি নিউজ যে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ্ আগামীতে তার যথাযথ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব।
এর আগে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সাথে সাংবাদিক এসএম রুবেল দৈনিক খবরের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ' ওয়েল ফেয়ার ট্র্যাস্ট'র যুগ্ম সাধারণ সম্পাদক' আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।