সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচন হয়েছেন নওগাঁর জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান। দ্বিতীয় বারের মতো যাচাই-বাছাই অন্তে রোববার দিবাগত রাত ১০টার দিকে এ কার্যক্রম সমাপ্ত হয়। পরে নির্বাচিত শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, এবারে বিভাগের ৮টি জেলা শিক্ষা অফিসারদের মধ্যে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন নওগাঁর জেলা শিক্ষা অফিসার। রাজশাহী বিভাগের মোট ৮টি জেলার শিক্ষা অফিসারদের মধ্যে থেকে অধিকতর যাচাই-বাছাই শেষে বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হন তিনি। এছাড়াও বিভাগের অধ্যক্ষ (কারিগরি কলেজ) নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিসনেস ম্যানেজমেন্ট কলেজ, মান্দা, নওগাঁ। বাংলা রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নওগাঁ সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী সিথি সাহা, ইংরেজি রচনায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মাইশা মনোয়ার, বিতর্ক প্রতিযোগিতায় সাফিন আহম্মেদ, অভিনয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইশতিয়াক ইসলাম, উচ্চাঙ্গ নৃত্যে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী লাবীবা আলম রামতা ও মুকুট মনি দেব, কেরাতে নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মুহতাদি রহমান ও নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান বলেন, বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমার শিক্ষা পরিবারের কর্মকর্তা, সহকর্মী ও দেশবাসীর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শিক্ষা সংশ্লিষ্ট সকলেরসহ দেশবাসীর কাছে দোয়া চাই ভবিষ্যতেও যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।