ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর (২৭ নভেম্বর) রবিবার রাত অনুমান ৮.৩০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির নগদ-৫,২৭০/-টাকা সহ হাতে নাতে মোছাঃ লাবনী আক্তার (২৬), স্বামী- মোঃ গোলাম মোস্তফা, মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫), পিতা-মোঃ মজির উদ্দিন ওরফে মজু, কে ২নং কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামে মোঃ কামিলের পানের বরজের পার্শ্বে কাটলা বাজার হতে উত্তর দাউদপুর গামী কাচা রাস্তার উপর হতে আটক করেছে পুলিশ। আটক কৃত মোছাঃ লাবনী আক্তার উত্তর দাউদপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার স্ত্রী এবং দক্ষিন দাউদপুর, গ্রামের মোঃ মজির উদ্দিন এর ছেলে মোঃমোস্তাফিজুর রহমান। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১২, ধারা-২৫-B(২)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রুজু করা হয়েছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে কাটলা বাজার হতে উত্তর দাউদপুর গামী কাচা রাস্তার উপর থেকে ৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির নগদ-৫,২৭০/-টাকা উদ্ধার পূর্বক তাদের আজ সোমবার থানায় মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।