এম. এ মান্নান পলক
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নে লক্ষীপুর- পিরারচর ঐতিহ্যবাহী হুরাসাগরে প্রতিযোগিতায় অংশ নিতে আসা নৌকার মাঝির বৈঠার টানে টানে ঢেউয়ের তালে তালে হেঁইয়ো'রে হেঁইয়ো আর ছলাৎ ছলাৎ শব্দের উত্তালে ও হুরাসাগরের দু'পাড়ে লাখো দর্শকের করতালির উৎসবে চূড়ান্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
ধুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সাজেদুল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ সহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শত বছরের ঐতিহ্য এই নৌকা বাইচ দেখতে জেলার অন্যান্য উপজেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন ধর্ম- বর্ণ, বৃদ্ধ-শিশু, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ প্রখর রোদ উপেক্ষা করে দুপুর থেকে হুরাসাগরের দু'পাড়ে ভিড় জমায়। সুন্দর সুন্দর বাহারি নামের নৌকায় রংবেরঙের বৈঠায় দু'পাড়ের লাখো দর্শকের করতালি, ঢোলের তালে তালে মাঝি এবং বাইচালির ভাটিয়ালি ও ঝারি গানে হুরাসাগর এক বিকেলের জন্য হয়ে উঠেছিল রুপকথার গল্প।
চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে ফ্রিজ, টিভি-মনিটর সহ নান পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব নুরুল ইসলাম সাজেদুল ও সম্মানিত অতিথি সাজ্জাদুল হক রেজা বলেন, গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ সহ যেকোনো খেলা-ধুলা মানুষকে আনন্দ উৎসাহ দিয়ে থাকে ও মাদক থেকে দূরে রাখে। নৌকা বাইচ আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। সেইসাথে এর ধারা অব্যাহত রাখতে সবসময় পাশে থাকবো।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।