মো: সোহরাওয়ার্দী হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :
বাংলাদেশ আজ এক কঠিন সময় ও ক্লান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। মানুষের মৌলিক অধিকার আজ ভূলুণ্ঠিত। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থায় একমাত্র উত্তোরণের উপায় একটি গ্রহণযোগ্য নির্বাচন। আর সেই নির্বাচন হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে। সুতরাং,একটি গ্রহনযোগ্য নির্বাচন ও মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮,অক্টোবর,ঢাকায় মহাসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু'রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম।আজ মজ্ঞলবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বেলকুচি উপজেলা'র উদ্যোগে আয়োজিত,ইউনিট সভপতি,সেক্রেটারিদের সাথে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলকুচিস্থ শহীদ ফরিদুল স্মৃতি মিলনায়তনে বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু'রা সদস্য,জেলা নায়েবে আমীর মোঃ আলী আলম। কর্মশালায় আরো বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুর রাজ্জাক,বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য,অধ্যাপক মাওঃ গোলাম আযম,মাওঃ মাহবুবুর রশিদ শামীম,অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,
মাওঃ ছানোয়ার হোসাইন,বেলকুচি পৌরসভা আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার ও উপজেলা শিবির সভাপতি ছাত্রনেতা এরশাদ আলীমতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায়,প্রধান অতিথি জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,
নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন ও কর্মসূচিতে সকল তৃণমূলের নেতা-কর্মীসহ দেশ-
প্রেমিক জনতাকে মাঠে ময়দানে নেমে আসার উদাত্ত আহ্বান জানান।বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর আলী আলম,
সকল তৃণমূল দায়িত্বশীলকে একইসূত্রে গাথা চলমান আন্দোলন,নির্বাচন ও সংগঠন পরিচালনায় এক ও একাকার হয়ে কাজ করার এবং ময়দানে কাংখিত ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।