সিরাজগঞ্জ বেলকুচি থানাধীন জোকনালা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছবি রানী (45)কে কয়েক জন মিলে আহত করেছে।
তাদের হাতে ছিল দাউ লাঠি বাটাম ও মারকাট। তাদের বিরুদ্ধে এলাকার লোকজন সাক্ষি দিয়েছে যে তারা এর আগের অনেক বার মারামারি করেছে। ডা: বাবু বলেন আমরা পুরুষরা কেহ বাড়িতে ছিলাম না।এই সুযোগে তারা আমাদের বাড়িতে এসে হামলার চালায় আমার চাচির উপরে।
তারা জমি ও বাড়ির খুঠা তুলে সীমানা এলোমেলো করে দেয়। ডা:বাবু আরো বলেন হামলা কারীরা হলেন লিটন(২৫) ভুগোল (৪০) বিপ্লব (৪৫) সহ অনেকেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোগল বলেন আমি ঘটনার স্থলে ছিলাম কিন্তু আমি সহ কেহ মার দেই নাই তারা মিথ্যা কথা বলছে। আবার তিনিই বলেন আমি মারামারি ঠ্যাকাইয়া দিয়েছি।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
বেলকুচিতে পারিবারিক কলহে এক মহিলা আহত।
RELATED ARTICLES