এম. এ মান্নান পলক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রটি, অজিত কুমার মন্ডল নামক ভোটারের নাম ও স্বাক্ষর জাল করে,ভুয়া আবেদনের ভিত্তিতে ধুলদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়,
এর প্রতিবাদে বুধবার (১৮ অক্টোবর) সকালে মবুপুর বাজারে, কল্যাণপুর, মবুপুর, সর্বতুলসী ও ধুলদিয়ার গ্রামের কয়েক হাজার এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে,
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গ্রামবাসীরা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা এই চার গ্রামের বাসিন্দারা কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে আসছি। কতিপয় মানুষ ভুয়া আবেদনের ভিত্তিতে আমাদের ভোট কেন্দ্র স্থানান্তরের পায়তারা করছে। প্রায় ৪ কিলোমিটার দূরে ধুলদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যেই কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষ নির্মাণের জন্য পর্যাপ্ত কক্ষ নেই, এই ভোট কেন্দ্রে যাবার জন্য তেমন কোনো রাস্তাঘাট নেই, যে কারণে বৃদ্ধ ও মহিলাদের নিয়ে এই ভোট কেন্দ্রে যাওয়া অসম্ভব। এছাড়াও ঐ এলাকাটি সন্ত্রাসী কার্যক্রমে সুপরিচিত। তাই আমাদের একটিই দাবি, আগের ভোট কেন্দ্র,কল্যানপুর রওশনিয়া দাখিল মাদ্রাসা বহাল রাখতে হবে। অন্যথায় আমরা এই তিন গ্রামের মানুষ ভোট প্রয়োগ করার জন্য ভোটকেন্দ্রে যাব না।
ভুক্তভোগী অজিত কুমার মন্ডল বলেন, আমি ৯ অক্টোবর জানতে পারি যে, আমার নাম ও স্বাক্ষর জাল করে ভোট কেন্দ্র স্থানান্তরের আবেদন করা হয়েছে, ১০ অক্টোবর দুপুরে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে ভোট কেন্দ্র স্থানান্তর আবেদনের শুনানি হবে, উক্ত শুনানীতে আমি অংশগ্রহণ করি , শুনানীর একপর্যায়ে আমাকে জিজ্ঞাসা করা হয় যে, ভোট কেন্দ্র স্থানান্তরের আবেদন করেছেন কি না? আমি জবাব দেই, ভোট কেন্দ্র স্থানান্তরের কোন আবেদন আমি করি নাই, এ বিষয়ে আমি কিছু জানি না, আমি একজন কৃষক ও হিন্দু সম্প্রদায়ের লোক, আমি লেখাপড়া জানিনা, স্বাক্ষর দিতে পারি না, কিছু অসৎ ব্যক্তি আমাকে সহ অনেকের নাম ব্যবহার করে গণস্বাক্ষর জমা দিয়েছে, পূর্বের ভোট কেন্দ্রটির এক কিলোমিটারের মধ্যে, আমাদের পূর্বপুরুষ সহ তিনশত হিন্দু ধর্মালম্বী ভোটার রয়েছে, আমরা পূর্বের ভোটকেন্দ্র বহাল চাই,যারা জালিয়াতি করে ভোটকেন্দ্র স্থানান্তরের আবেদন করেছে, তদন্তপূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম রাজকুমার মণ্ডল, ইউপি সদস্য বরকত আলী , আবু সাইদ সহ প্রমূখ।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান কুদ্দুস জানান,এ ব্যাপারে আবেদন হয়েছে জেলা নির্বাচন কমিশন অফিসে, এখানে আমার কিছু বলার নেই, গেজেট সহ নতুন ভোটকেন্দ্রের তালিকা হাতে পেলে জানতে পারবো পরিবর্তন হয়েছে কিনা।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।