তাঁতশিল্পের উন্নয়ন ও নদী ভাঙ্গনরোধে কার্যকরী পদক্ষেপ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই ।
মো: সোহরাওয়ার্দী হোসেন,ভাম্যমান প্রতিনিধি সিরাজগঞ্জ:
বেলকুচি'র তাঁতশিল্পের হাঁরানো ঐতিহ্য ফিরিয়ে আনাসহ তাঁতশিল্পের সার্বিক উন্নয়ন এবং চৌহালী'র নদী ভাঙ্গনরোধে কার্যকরী পদক্ষেপ নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম।
আজ রবিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বেলকুচি উপজেলা’র প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন পর্যায়ের মিডিয়া কর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেলকুচিস্থ শহীদ মাওঃ আব্দুল জলিল মিলনায়তনে আয়োজিত,
বেলকুচি উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওঃ মাহবুবুর রশিদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার ও সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল। এ সময় অন্যান্যো’র মাঝে আরো উপস্থিত ছিলেন,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাজহারুল ইসলাম,শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন,
জামায়াত নেতা শরিফুল ইসলাম শরীফ,বেলকুচি উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী,সেক্রেটারি ইউসুফ বাবু,মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ রহুল আমীন,ইমরান হোসেন,মো: সোহরাওয়ার্দী হোসেন ,আনিস আহমদসহ প্রবীণ ও নবীন মিডিয়া কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে,সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি আলী আলম,জামায়াতকে একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল উল্লেখ করে কেয়ারটেকার সরকারের দাবী আদায়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরী করা হবে বলে জানান।
তিনি আরো বলেন,জনগনের ভোট ও ভাতের অধিকার রক্ষায় নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকারের দাবী নিয়ে রাজপথে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনের প্রস্ততি নিচ্ছে। তারই,ধারাবাহিকতায় আমরাও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সমাজ সেবায় জনগনের পাশে থেকে ৪-দশক ধরে জামায়াতে ইসলামী’র রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দেশ ও জনগণের কল্যাণে আমি এলাকায় কাজ করে যাচ্ছি।
এক্ষেত্রে,তিনি ৬৬,সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে মিডিয়া ও সাংবাদিকদের একান্ত সহযোগিতা কামনা করেন