Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeUncategorizedবোয়ালখালীর কৃতিসন্তান,বিশিষ্ট রাজনীতিবিদ,আলহাজ্ব জহুর চৌধুরীর সাথে খাজা গরীবে নেওয়াজ একতা সংঘের নেতৃবৃন্দের...

বোয়ালখালীর কৃতিসন্তান,বিশিষ্ট রাজনীতিবিদ,আলহাজ্ব জহুর চৌধুরীর সাথে খাজা গরীবে নেওয়াজ একতা সংঘের নেতৃবৃন্দের সৌজন্য ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।

বোয়ালখালীর কৃতিসন্তান,
বিশিষ্ট রাজনীতিবিদ,আলহাজ্ব জহুর চৌধুরীর সাথে খাজা গরীবে নেওয়াজ একতা সংঘের নেতৃবৃন্দের সৌজন্য ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।

মোঃ আজম খাঁন চট্রগ্রাম প্রতিনিধি

গত ২৭ই মার্চ,২০২৪ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,বোয়ালখালী তথা কধুরখীলের কৃতিসন্তান,বিশিষ্ট রাজনীতিবিদ,সমাজসেবক, আলহাজ্ব জহুর চৌধুরী সাহেব সাথে তাঁর অফিসস্হ চান্দগাঁও আবাসিকে কধুরখীলের খাজা গবীরে নেওয়াজ একতা সংঘের সভাপতি মোঃ টিপু সুলতান এর নেতৃত্বে আগামী ৫ই মার্চ,২০২৪ রোজঃ মঙ্গলবার বাদে মাগরিব হতে নুরুন আলা নুর সুন্নি কনফারেন্স ও খাজা গবীরে নেওয়াজ ওরশ ও আজিমুশশান মিলাদ মাহফিল উপলক্ষে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়৷
আলহাজ্ব জহুর চৌধুরী সাহেব এলাকার বিভিন্ন বিষয় নিয়ে খোলা মেলা আলোচনা করেন৷ এলাকার নেতৃবৃন্দ বলেন,একজন সৎ এবং কর্মী বান্ধব নেতা,তিনি যদি কোনদিন সরকারের দায়-দায়িত্ব পাই আসে,তাহলে বোয়ালখালীবাসীর উন্নয়নের কথা বলতে হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বোয়ালখালী বাসীকে নিয়ে স্বপ্ন দেখেন, আগামীতে জনগনের জন্য অবদান রাখার চিন্তা ভাবনা করেন আলহাজ্ব জহুর চৌধুরী সাহেব।
তিনি একজন নীতি ও আদর্শবান ব্যাক্তিত্ব এবং কধুরখীলের গর্ব এ বিষয়ের মন্তব্য করে খাজা গবীরে নেওয়াজ একতা সংঘের সভাপতি মোঃ টিপু সুলতান। টিপু সুলতান আরো বলেন, গরীব দু:খী মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই ভাবে উনার প্রচার নেই৷
আমি আলহাজ্ব জহুর চৌধুরীকে নিয়ে গর্ববোধ করি।
তিনি আগামী দিনের জন্য অবিরাম গবীর দুঃখী মানুষের ভালোবাসা পাবেন। ওনার কর্মই বোয়ালখালীবাসী কাছে বেঁচে থাকবে৷ এটা আমি প্রত্যাশা রাখি।

মোঃ বাবুল ্মিয়া
মোঃ বাবুল ্মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments