সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ ৩০ এপ্রিল রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার খোসালপুর মাঠে বোরে ধান কাঁটার উৎসবে ধান কাটতে মাঠে যান উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ইুএনও আবু হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদ আলম প্রমুখ। তাঁরা খোসালপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম ও মতিয়ার রহমানের জমির ধান কেটে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, কৃষক শরিফুল ইসলামের গোল্ডেন জাতের ধান কাটার পর ফলন রেকর্ড করে বিঘাপ্রতি ৩৩ মণ ও কৃষক মতিয়ার রহমানের ব্রি-৬৬ জাতের ধানের বিঘাপ্রতি ২২ মণ ফলন পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।