অপরাধদমন নিউজ.২৪ (অনলাইন ডেস্ক)
প্রকাশের সময় : ঢাকা,শনিবার, ২১মে ২০২৩, ০৭ জৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল ১৪৪৪,আপডেট : ০৮০৫:৩০ পিএম.
মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার)
ঢাকার কেরানীগঞ্জে ইজিবাইকের জন্য ১০-ম শ্রেনীর মেধাবী ছাত্র ইজিবাইক চালক শাকিল (১৮) নামে এক যুবককে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
গত ১৯ মে /২০২৩ খ্রি: তারিখ সকাল অনুমান ৬.০০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মঠবাড়ী পদ্মা রেলওয়ে সেতুর নিচে সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর পরিত্যক্ত ইটের খোলার ভিতরে ১০-ম শ্রেনীর মেধাবী ছাত্র ইজিবাইক চালক শাকিল (১৮) মৃত্দেহ উদ্ধার করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ । চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল টানা ২৪ ঘন্টা ধারাবাহিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আসামী ইব্রাহিম চান কে নারায়ণগঞ্জ হতে, মোঃ শরিফাত কে দক্ষিণ কেরানীগঞ্জ হতে, সাব্বির হোসেন মেহেদী কে ধামরাই হতে এবং জনি কে সাতক্ষীরা হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা হত্যাকান্ডের কথা স্বীকার করে এবং পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা সুইসগিয়ার চাকু, আসামীদের ব্যবহৃত রক্তমাখা সিএনজি ও লুন্ঠিত ইজিবাইকটি পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামিরা সবাই মাদকাসক্ত এবং কিশোর গ্যাং-এর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।
তিনি জানান, গত ১৯ মে সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মঠবাড়ী পদ্মা রেলওয়ে সেতুর নিচে সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর পরিত্যক্ত ইট ভাটার ভিতর থেকে একটি গলা কাঁটা লাশ উদ্ধার করে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারে মৃতদেহটি একই ইউনিয়নের জাজিরা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলের। আসামিরা জানিয়েছে, মদ পার্টির টাকা জোগার করতে হত্যা করা হয় শাকিল কে।
পুলিশ সুপার জানান, ছোট বেলায় বাবা হারানো শাকিল পরিবারকে সাহায্য করতে লিখা-পড়ার পাশাপাশি বিকেল ৫ টা থেকে ১০ টা পর্যন্ত ইজিবাইক চালিয়ে কোন মত চলছিলো ছোট সংসার। গত শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে আর বাসায় ফিরেনি শাকিল। পূর্বপরিচিত চার কিশোর গ্যাং গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পরবর্তীতে শকিলের বড় বোন সীমা (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।