Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশমধুপুর,জটাবাড়ি পূর্বপাড়া ২নং ওয়ার্ডে ১১তারিখের পর আবার ১৩তারিখের হামলা।

মধুপুর,জটাবাড়ি পূর্বপাড়া ২নং ওয়ার্ডে ১১তারিখের পর আবার ১৩তারিখের হামলা।

মধুপুর, টাংগাইল প্রতিনধি।

মধুপুর জটাবাড়ী পূর্বপাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
(স্ক্যামিং) অবৈধ নেট ব্যবসায়ী।
ইব্রাহিম (লাভলু) এবং তার বাবা.. ইয়াসিন আলীর সকল পরিবার এবং..
তুলা মাতাব্বরের ছেলে আজমির এবং তারা সকল ভাই গোষ্ঠীর মানুষ ভাইয়েরা এবং বউয়েরা সকলে মিলে, সাথে ইয়াসিন আলী সহ এবং তার ছেলে ইব্রাহিম (লাভলু) এরা সকলে মিলে, হযরত আলীর ছেলে আফজাল মিয়ার বাড়িতে এসে।. ঘুমের মধ্যে আতঙ্কিত হামলা করে আফজালকে বারি দিয়ে মাথা ফাটায়।তখন আফজাল মিয়ার বড় বোন শাহিদা ঝগড়া থামাতে গিয়ে তাদের শিকারী হয়ে যায়। তার ব্যাগ ছিনিয়ে নেয়, সেখানে অনেক টাকা ছিলো তারা নিয়ে যায় এবং তার বড় বোন শাহিদাকে বাগি দিয়ে (দু)হাত (দু)পাকনায় কুবিয়ে আহত করে,তা ছাড়া সামসু,কহিনুর, আতিকুর, হাফিজুর,নাজমা,সাথীসহ ১১/১২ জনের মত মহিলা এবং পুরুষ লাঠির বারিতে আহত হয়।
ঘরবাড়ি জানালা দরজা ভেঙে ফেলে এবং বাড়িতে আগুন ধরানোর চেষ্টা করে ছিলো কিন্তু ভালো ভাবে না ধরায় নিভে গেছে।একই ভাবে ১১/০২/২৪ তারিখের ঘটনায় মহিলাদের আহত করে ২/৩ জন
১৩/০২/২৪ তারিখেও মহিলা পুরুষ সকলেকে নির্মম ভাবে মারে।
ঘটনাটি ঘটে.. ১৩/০২/২০২৪ সকাল ৮:৩০ মিনিটে।
😭 প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি🇧🇩

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments