আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
সরকার দেশে প্রথমবারের মতো পেঁয়াজ, আলু ও ডিমের দাম বেঁধে দিলেও তা কার্যকর হচ্ছে না টাঙ্গাইলের মধুপুরের হাটবাজারে।
শুক্রবারের(২২সেপ্টেম্বর) মধুপুর বাজারে খুচরা পর্যায়ে নির্ধারিত ৬৪ থেকে ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫থেকে ৯৫ টাকায়, ৩৫ থেকে ৩৬ টাকার আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর ১২ টাকার ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১৩ টাকায়।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মধুপুর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার হাট বাজার, মুদি ও সবজির দোকান, স্থানীয় বাজার এবং উপজেলার সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার মধুপুর হাট ঘুরে এমনটি চিত্র দেখা যায়।
কারণ হিসেবে বেশিরভাগ দোকানি ও ব্যবসায়ীদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় এই ৩টি কৃষিপণ্যের বেঁধে দেওয়া দামের বিষয়ে তারা অবগত আছেন। কিন্তু আগের দামেই যেহেতু তাদের পণ্য কিনতে হচ্ছে, তাই তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না।
ক্রেতারা বলছেন, স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং না থাকার কারণে দ্রব্য মূল্যের দাম দিন দিন বেড়েই চলছে। নিম্ন আয়ের মানুষদের বাজার করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।
বিশিষ্টজনের মতে, খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক ভাবে বাজার সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে, তা নাহলে সাধারণ মানুষের জীবন যাত্রা থমকে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।