ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।
মো : সুমন মিয়া :স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের ভালুকায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, কয়েকটি অফিসে ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধানের শীষ প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে উত্তেজিত পরিস্থিতি ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায়। এ সময় বেশ কয়েকটি অফিসে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং জনমনে চরম উদ্বেগ দেখা দেয়।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে তারা চিকিৎসাধীন আছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। পাশাপাশি সংঘর্ষ ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।